পৃষ্ঠাসমূহ

বুধবার, ৮ ডিসেম্বর, ২০১০

মোবাইলের থীম আপনি নিজেই তৈরী করুন

    আমি একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব,  সাইটটি থেকে আপনি আপনার মোবাইলের জন্য নিজেই থীম তৈরী করতে পারবেন, এছারাও সাইটটি থেকে আপনি যেকোন সেটের জন্য থীম ডাউনলোড করতে পারবেন । নিচের লিংকে ক্লিক করে প্রথমে রেজিট্রেশন করে নিবেন, এরপর লগিং করলেই মোবাইলের মডেল চাইবে এবং আপনার কাম্য মডেলে ক্লিক করবেন ।

এবার একদিকে আছে “preview” আর একদিকে আছে “done”

http://www43.ownskin.com/signup_login?next=os3_create_theme.jsp

WAP : http://m.ownskin.com  

মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

মোবাইল থেকে আয়

আমরা অনেক এ Mig33 বাবহার করি। এখান থেকে টাকা আয় করা জায়। এই টাকা দিয়ে যে কোন দেশে এস এম এস করতে পারবেন । কারন বাংলাদেশে Mig33 থেকে কল করা জায় না।

এখন কিভাবে করবেন 

প্রথমে Mig33 সফটওয়্যার টা  ডাউনলোড করে নেন ।এখন মোবাইলে ইন্সটল করেন ।

তারপর register করেন । register করা হলে আপনি এখান থেকে facebook,yahoo,msn,gtalk ব্যবহার করতে পারবেন। মেনু থেকে invite to friend এ জাওয়ার পর country code নাম্বার সহ আপনার ফ্রেন্ড এর মোবাইল নাম্বার টাইপ করেন । এখন সেন্ডে চাপোন। আপনার ফ্রেন্ড যদি এই নাম্বার এ register করে তাহলে আপনি টাকা পাবেন।

সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০

মোবাইলে বাংলা পড়ার ব্যবস্থা

মোবাইলে এখন আমরা বাংলা পড়তে পারি অপেরা মিনির কল্যানে আর মোবাইলে বাংলা লেখাটা এখন ও কিছু নকিয়া মোবাইলেই সীমাবদ্ধ, তার সবই আবার জাভা মোবাইল, জনপ্রিয়  N সিরিজে   , E সিমবিয়ান সিরিজে নেই বাংলা দেখার
ব্যবস্থা  নেই
কিন্তু, একটু চেষ্টা করলেই আমরা মোবাইলে বাংলা দেখতে পারি


অপেরা মিনিঃ


  আপেরা মিনির ব্যবস্থা অনুযায়ী করলে শুধু অপেরা মিনিতেই ব্রাউজ করার সময় বাংলা দেখা যাবে
তবে সুবিধা এই যে, এর মাধ্যমে যে কোন কম্পানির জাভা মোবাইলে বাংলা দেখা সম্ভব, আর এই ব্যবস্থায় বাংলা দেখলে বাংলা অক্ষর গুলো ভেঙ্গে যায় না, ঠিক মতো দেখা যায

কিভাবে করবেনঃ

১ – প্রথমে অপেরা মিনি download করে নিন।
২ – opera mini চালু করে “Enter Address” এ(সবচেয়ে উপরে যেখানে www. লেখা রয়েছে), সেখানে টাইপ করুন opera:config
৩ – এখন যে পেজটি আসবে, এর শেষ optionটি তথা
“use bitmap font for complex script” optionটি Yes করুন।
(শুরুর সময় এটি No করা থাকে)
৪ – পেজের নিচে দিয়ে Save করুন।




শনিবার, ৪ ডিসেম্বর, ২০১০

প্রযুক্তি বিষয়ক খবর

আমরা সবাই কম বেশী প্রযুক্তি বিষয়ক খবর শুনতে বা পেতে ভালবাসি। কিন্তু আপনি যদি এক সাইটেই বিশ্বের সকল গুরুত্বপূর্ণ প্রযুক্তির সংবাদের শিরোনাম পেয়ে যান তাহলে কেমন হয়! www.alltechnews.tk সাইটে বিশ্বের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সকল সংবাদ সংস্থার (ওয়েব সাটে প্রকাশিত) প্রযুক্তির সংবাদের শিরোনাম রয়েছে। 


All Dialer

GRAMMEN PHONE

http://66.152.183.90:2727/VSR

MobileDialer

 http://109.169.32.134/md http://198.65.102.76:70/skyone http://198.65.102.76:70/fastline http://3.4466.us/dialer    http://72.13.94.35/sipdialer    

NEW NAIEEM TEL

http://66.152.187.210:8537/vsr  

sabka dialer

http://174.136.40.74/pcallshop/reseller/login.htm

SkyOne portal

  http://198.65.144.215:7121/portal

SkyOne Reseller

http://198.65.144.215:11199/vsr

SPIDER

 http://64.5.57.177/crm/gplex  

WelCome To FastLine

  http://198.65.102.151:7123/vsr

ধীর গতির ইন্টারনেটে ইউটিউবের ভিডিও ডাউনলোড

এক
আপনার পছন্দমতো ভিডিওটি খুঁজে নিন এবং ব্রাউজার থেকে ভিডিওটির লিংক কপি করুন। যেমন Matt Cutts এর ভিডিওটির লিংক ছিল http://www.youtube.com/watch?v=ecI_hCBGEIM

দুই

এবার KeepVid ওয়েবসাইটে গিয়ে URL চিহ্নিত ঘরে ভিডিওটির লিংকটি বসিয়ে দিন এবং Download বাটনটি ক্লিক করুন। এবার পরের পাতায় ভিডিওটি ডাউনলোডের দুটো অপশন পাবেন, একটি নিন্মমানের ছোট আকারের ফাইল অন্যটি উচ্চমানের বড় আকারের ফাইল ডাউনলোডের অপশন আছে। যেকোন একটি পছন্দ করতে পারেন। তর না সইলে বড়টি বাদ দিয়ে ছোটটি বেছে নিন এবং লিংকটি মাউসের ডানের বাটন ক্লিক করে কপি করে নিন।
স্লো ইন্টারনেটে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন?

তিন

এখন যেকোন ডাউনলোড ম্যানেজারে লিংকটি বসিয়ে ডাউনলোড শুরু করতে পারেন। আর যদি আপনার কম্পিউটারে কোনো ডাউনলোড ম্যানেজার না থাকে, তাহলে Free Download Manager সফটওয়ারটি ডাউনলোড করে ইনস্টল পারেন।
এভাবে ডাউনলোড করলে ভিডিও ডাউনলোডটি সাধারনভাবে ডাউলোডের চেয়ে দ্রুতগতিতে তো হবেই বরং এটি Resume সার্পোটেড হবে এবং বার বার ডিসকানেক্ট হলে পুনরায় ডাউনলোড শুরু করার হাত থেকে বেঁচে যাবেন। আশা করি ফালতু এই পোষ্টটি একে বারেই ফালতু হয় নি

কম্পিউটার কম্পোজ বা টাইপ করা

 কম্পিউটার ব্যাবহার করার ক্ষেত্রে প্রায় সময় কম্পিউটার কম্পোজ বা টাইপ করার প্রয়োজন হয়ে উঠে। আর ভাল একজন  কম্পিউটার অপারেটর হতে টাইপের গুরুত্ত অনেক বেশি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কম্পিউটার ব্যাবহার করে ঠিকই তবে টাইপিং এর ক্ষেত্রে অনেকেরই দুর্বলতার ভাব প্রকাশ পায়। তবে যদি এমন হয় যে, গেমস খেলার পাশাপাশি টাইপও শেখা যাবে তাহলেতো ভালই হয়। কারন গেমও খেলা হলো টাইপও শেখা হলো। আর এমনই একটি জনপ্রিয় ও চমৎকার সফটওয়্যার হচ্ছে “টাইপিং মাস্টার”।
Type3
টাইপিং মাস্টার  সফটওয়্যারটি ব্যাবহার করে যেমনি ভাবে গেমস-খেলা ও টাইপ-শেখা হবে, তেমনি টাইপের স্পিডও বৃদ্বি পাবে। সুতরাং যারা মোটামুটিভাবে টাইপ করতে পারেন তারাও এই সফটওয়্যারটি ব্যাবহার করে টাইপের স্পিড  বৃদ্বি করে নিতে পারেন। এই সফটওয়্যারটি বহুগুন বৈশিষ্ট সম্পন্ন একটি প্রোগ্রাম যা ব্যাবহার করলেই বুঝতে পাবেন। তাহলে আর দেরি কেন এক্ষনি সফটওয়্যারটি ডাউনলোড করে কাজ শুরু করে দিন।
প্রথমে এখান-থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করার নিয়ম অন্নান্য এপ্লিকেশন সফ‌টওয়্যারের মতো। ইন্সটল হবার পর সফটওয়্যারটি কম্পিউটারে চালু করুন এবং আপনার নাম টাইপ করে এন্টার প্রেস করুন। পুনরায় yes প্রেস করুন।
Type1
টাইপিং গেমস খেলার জন্য Games মেনু নির্বাচন করে Start clouds ক্লিক করুন এবং কি-বোর্ড থেকে যে কোন একটি কি চাপ দিন। লক্ষ করুন clouds এর নিছে লেখা আসছে, যেই লেখাগুলো আসছে দেখে দেখে লেখাগুলো টাইপ করতে থাকুন। টাইপ করতে করতে ক্রমান্যয় স্পিড বাড়তে থাকবে।
Type2
টাইপিং টেস্ট করার জন্য Typing Test মেনু নির্বাচন করে, Test Text থেকে যে কোন একটি Test Text নির্বাচন করে Next ক্লিক করুন এবং Typing Test এর নিছে অবস্থিত লিখা-সমূহ দেখে দেখে টাইপ করতে থাকুন।

টাইপিং মাস্টার  সফটওয়্যারটি ব্যাবহার করে যেমনি ভাবে গেমস-খেলা ও টাইপ-শেখা হবে, তেমনি টাইপের স্পিডও বৃদ্বি পাবে। সুতরাং যারা মোটামুটিভাবে টাইপ করতে পারেন তারাও এই সফটওয়্যারটি ব্যাবহার করে টাইপের স্পিড  বৃদ্বি করে নিতে পারেন। এই সফটওয়্যারটি বহুগুন বৈশিষ্ট সম্পন্ন একটি প্রোগ্রাম যা ব্যাবহার করলেই বুঝতে পাবেন। তাহলে আর দেরি কেন এক্ষনি সফটওয়্যারটি ডাউনলোড করে কাজ শুরু করে দিন।
প্রথমেএখান-থেকেসফটওয়্যারটিডাউনলোডকরে কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করার নিয়ম অন্নান্য এপ্লিকেশন সফ‌টওয়্যারের মতো।
ইন্সটল হবার পর সফটওয়্যারটি কম্পিউটারে চালু করুন এবং আপনার নাম টাইপ করে এন্টার প্রেস করুন। পুনরায় yes প্রেস করুন।

গান ডাউ্নলোড



 পিসিতে কাজ করার সময় হাল্কা মিউজিক অধিকাংশরেই অভ্যাস ।গান ডাউ্নলোড করতে একেকজন একেক সাইট ব্যবহার করে ।নিচে কিছু সাইটের নাম দিলাম দেখুন কতটা কাজে লাগে

হিন্দী গানের জন্যে কিছু ওয়েবসাইট:
songs.pk 
mp3hungama 
Musicmaza 
epakimusic 
fmw11 
songslover 
a2zmusicdownloads 
masti4india
English গানের জন্যে কিছু ওয়েবসাইট:
beemp3 
songslover 
a2zmusicdownloads 

ডাবল ক্লিক এ ড্রাইভ খোলার স্থায়ী সমাধান

আমরা অনেকেই সমস্যা পড়ি যখন ডাবল ক্লিক করে ড্রাইভ খূলতে যাই এ সমস্যা   সমাধান করতে 
নিচের প্রদত্ত পদ্বতিটি অনুসরণ করুন......



Run-> regedit->HKEY_CURRENT_USER->Find(clicking right button of mouse)->mountpoint->moutntpoint2->permission->Deny(for all sub option such as administrator,restricted,system...

মোবাইল ফোনের জন্য ফ্রি সফটয়্যার ডাউনলোড

লিখেছেন  Darodi Bangla

মোবাইল ফোনের জন্য ফ্রি সফটয়্যার, গেম, ওয়ালপেপার, রিংটোন ডাউনলোডের জন্য দারুন ওয়েব সাইট হচ্ছে
 # mobile wap :  wap.getjar.com
এই সাইট গুলোতে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেটের জন্য ফ্রি সফটয়্যার, গেম, ওয়ালপেপার, রিংটোন ভাগ করা রয়েছে । 
 এখনি ব্রাউস করে দেখুন ।
ভাইরাস হচ্ছে কম্পিউটার ব্যবহাকারীদের নিত্য দিনের সমস্যা। ফ্রি এন্টিভাইরাস সাধারণত সব ধরনের এন্টিভাইরাস সনাক্ত করতে পারে না। এই ভাইরাসের কারণে উইন্ডোজ লগইন করার পরে কম্পিউটারের কীবোর্ড নিস্ক্রিয় হয়ে যায়। ফলে সিস্টেম রিস্টোর বা নতুন করে উইন্ডোজ ইনস্টল করা ছাড়া কোন উপায় থাকে না।কিন্তু এন্টিভাইরাস ছাড়াই রেজিস্ট্রি এডিট করে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং কীবোর্ডকে সক্রিয় করা যায়।
 অনেক সময় রেজিস্টি নিস্ক্রিয় থাকার ফলে রেজিস্ট্রি এডিটর চালুই করা যায় না। তাই লগইন করার পূর্বেই রেজিস্ট্রি এডিট করে সমস্যার সমাধান করতে হবে।
এজন্য প্রথমে উইন্ডোজে লগইন করে সিস্টেম৩২ (C:\WINDOWS\system32, যদি C: এ উইন্ডোজ ইনস্টল করা থাকে) ফোল্ডারে যান। এখানে sethc.exe ফাইলটিকে ব্যাপআপ রাখতে হবে। এজন্য অন্যনামে রিনেম করে বা অন্যকোন ফোল্ডারে কপি করে রাখতে পারেন। এরপরে cmd.exe ফাইলটিকে ডেক্সটপে বা অন্যকোথাও কপি করে sethc.exe নামে রিনেম করুন এবং সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট (ওভাররাইট) করুন এবং উইন্ডোজ লগআউট করুন।
এবার Shift কী পরপর ৫বার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট চালু হবে। কমান্ড প্রোম্পটে regedit.exe লিখে এন্টার করুন তাহলে রেজিস্ট্রি এডিটর খুলবে।



HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\ShellNoRoam\MUICache এর অধীনে যান। এখানে C:\Windows\help\services.exe নামের একটি স্ট্রিং ভ্যালু আছে সেটা মুছে দিন।
এরপরে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon এর অধীনে যান। এখানে Shell নামের স্ট্রিং ভ্যালুর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করুন। এখানে Value Data অংশে Explorer.exe রেখে ডানের বাকী তথ্য মুছে দিন এবং রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
এবার উইন্ডোজ লগইন করে দেখুন কীবোর্ড ঠিকমত কাজ করছে। এখন পূর্বের ব্যাকআপ রাখা sethc.exe ফাইলটি সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট 
 করুন

এন্টি ভাইরাস আপডেট

কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ থাকলে ইনস্টল করা এন্টি ভাইরাস  সয়ংক্রিয়ভাবে আপডেট  হয়ে থাকে। কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকলে এন্টি ভাইরাস আপডেট করা নিয়ে অনেকেই ঝামেলাই পরেন। কোন ওয়েব সাইট থেকে কিভাবে আপডেট ফাইল (ভাইরাস ডেফিনেশন)ডাউনলোড করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে স্ক্যান উইথ ডট কমে এন্টি ভাইরাসের চলতি আপডেট পাওয়া যাবে।


 # www.scanwith.com
 #  McAfee-AntiVirus - DAT Files
 #  Norton AntiVirus for 

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০১০

সব কম্পিউটার xp setup

বর্তমানে অনেক লেপটপ বা ডেস্কটপ কম্পিউটার vista জন্য তৈরী করা হয়েছে সে সব কম্পিউটার xp setup করতে সমস্যায় পড়তে হয় দেখা যায় হার্ডড্রাইভ পাওয়া যাইনি বলে xp setup করা বন্ধ হয়ে যায় সমস্যা অনেক ভাবে সমাধান করা যায় যদি আপনার xp সিডি তে sata ড্রাইভার থাকে তা হলে সমস্যায় আপনাকে পড়তে হবেনা আর যদি আপনা xp সিডিতে sata ড্রাইভার না থাকে তখন নিশ্চয় কম্পিউটার নিয়ে ছুঠে যাবেন কম্পিউটার দোকানে xp setup করতে সমস্যার সমাধান কিন্তূ আপনি নিজেই করতে পারেন চলুন তাহলে কিভাবে আমরা সমাধানে পৌছাতে পারি তা জানা যাক ধরুণ একটা dell লেপটপে আমরা xp setup করতে ইচ্ছে হচ্ছে যা vista জন্য তৈরী করা হয়েছে প্রথমে আমরা BIOS প্রবেশ করবো তারপর ondoard devices গিয়ে "Flash cache module" অপসনে গিয়ে অফ করে দিবো যা কোম্পানির enable করাছিলোএবার হার্ডড্রাইভ এর SATA option গিয়ে দু'টি মূড অপসন্ দেখতে পাবো যা হার্ডড্রাইভ এর নিরাপতার কারনে করা হয়েছে প্রথম টি AHIC (advanced Host Controller Interface) অন্যটি ATA (At Attachment)মূড এবার আমরা sata driver কে ATA মূড করে কম্পিউটার restart করে xp setup যাবো কোন জামিলা ছাড়াই আপনা xp setup হয়ে যাবে