পৃষ্ঠাসমূহ

শনিবার, ৪ ডিসেম্বর, ২০১০

ধীর গতির ইন্টারনেটে ইউটিউবের ভিডিও ডাউনলোড

এক
আপনার পছন্দমতো ভিডিওটি খুঁজে নিন এবং ব্রাউজার থেকে ভিডিওটির লিংক কপি করুন। যেমন Matt Cutts এর ভিডিওটির লিংক ছিল http://www.youtube.com/watch?v=ecI_hCBGEIM

দুই

এবার KeepVid ওয়েবসাইটে গিয়ে URL চিহ্নিত ঘরে ভিডিওটির লিংকটি বসিয়ে দিন এবং Download বাটনটি ক্লিক করুন। এবার পরের পাতায় ভিডিওটি ডাউনলোডের দুটো অপশন পাবেন, একটি নিন্মমানের ছোট আকারের ফাইল অন্যটি উচ্চমানের বড় আকারের ফাইল ডাউনলোডের অপশন আছে। যেকোন একটি পছন্দ করতে পারেন। তর না সইলে বড়টি বাদ দিয়ে ছোটটি বেছে নিন এবং লিংকটি মাউসের ডানের বাটন ক্লিক করে কপি করে নিন।
স্লো ইন্টারনেটে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন?

তিন

এখন যেকোন ডাউনলোড ম্যানেজারে লিংকটি বসিয়ে ডাউনলোড শুরু করতে পারেন। আর যদি আপনার কম্পিউটারে কোনো ডাউনলোড ম্যানেজার না থাকে, তাহলে Free Download Manager সফটওয়ারটি ডাউনলোড করে ইনস্টল পারেন।
এভাবে ডাউনলোড করলে ভিডিও ডাউনলোডটি সাধারনভাবে ডাউলোডের চেয়ে দ্রুতগতিতে তো হবেই বরং এটি Resume সার্পোটেড হবে এবং বার বার ডিসকানেক্ট হলে পুনরায় ডাউনলোড শুরু করার হাত থেকে বেঁচে যাবেন। আশা করি ফালতু এই পোষ্টটি একে বারেই ফালতু হয় নি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন