পৃষ্ঠাসমূহ

সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০

মোবাইলে বাংলা পড়ার ব্যবস্থা

মোবাইলে এখন আমরা বাংলা পড়তে পারি অপেরা মিনির কল্যানে আর মোবাইলে বাংলা লেখাটা এখন ও কিছু নকিয়া মোবাইলেই সীমাবদ্ধ, তার সবই আবার জাভা মোবাইল, জনপ্রিয়  N সিরিজে   , E সিমবিয়ান সিরিজে নেই বাংলা দেখার
ব্যবস্থা  নেই
কিন্তু, একটু চেষ্টা করলেই আমরা মোবাইলে বাংলা দেখতে পারি


অপেরা মিনিঃ


  আপেরা মিনির ব্যবস্থা অনুযায়ী করলে শুধু অপেরা মিনিতেই ব্রাউজ করার সময় বাংলা দেখা যাবে
তবে সুবিধা এই যে, এর মাধ্যমে যে কোন কম্পানির জাভা মোবাইলে বাংলা দেখা সম্ভব, আর এই ব্যবস্থায় বাংলা দেখলে বাংলা অক্ষর গুলো ভেঙ্গে যায় না, ঠিক মতো দেখা যায

কিভাবে করবেনঃ

১ – প্রথমে অপেরা মিনি download করে নিন।
২ – opera mini চালু করে “Enter Address” এ(সবচেয়ে উপরে যেখানে www. লেখা রয়েছে), সেখানে টাইপ করুন opera:config
৩ – এখন যে পেজটি আসবে, এর শেষ optionটি তথা
“use bitmap font for complex script” optionটি Yes করুন।
(শুরুর সময় এটি No করা থাকে)
৪ – পেজের নিচে দিয়ে Save করুন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন